১৯৯৬ থেকে ২০০১, আফগানিস্তানে শাসন করেছিল তালেবান। ২০ বছর পর ফের একবার সেই তালেবানের দখলে গেল আফগানিস্তান। আজ রবিবার আলোচনার পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
তালেবান জানিয়েছে, সারা দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুরুষ ও নারী শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে। শিক্ষার্থী, লেকচারার ও উচ্চশিক্ষা ক্ষেত্রে কর্মকর্তারা যেন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন না হন। শিক্ষাক্ষেত্রে কোনো নেতিবাচক পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
তালেবানের এক মুখপাত্র রয়টার্সকে বলেছে, নারীরা একা বাড়ির বাইরে বের হতে পারবেন। তারা কাজও করতে পারবেন। কিন্তু তাদের হিজাব পরতে হবে। তিনি আরো বলেন, শাস্তির বিষয়টি আদলতের ওপর নির্ভর করবে। গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হবে। তারা বলছে, বিদেশিরা চাইলে আফগানিস্তান ছেড়ে যেতে পারবে। তবে যদি তারা আফগানিস্তানে থাকতে চায়, তাহলে তালেবান প্রশাসনে তাদের নিবন্ধন করতে হবে।
এদিকে, আলোচনার পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই অন্তর্বর্তী সরকারে প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি। আল আরাবিয়া টিভি চ্যানেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম তাস।
কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জালালি আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। টিভি চ্যানেলটি জানিয়েছে, তিনি আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির বিমানটি কাবুল থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন