১৫ আগ, ২০২১

পড়াশোনা-নারীদের অধিকার নিয়ে মুখ খুলল তালেবান

১৯৯৬ থেকে ২০০১, আফগানিস্তানে শাসন করেছিল তালেবান। ২০ বছর পর ফের একবার সেই তালেবানের দখলে গেল আফগানিস্তান। আজ রবিবার আলোচনার পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

১২ ফেব, ২০২১

করোনায় নষ্ট হয় শুক্রাণু!


করোনাভাইরাসের সংক্রমণ মানুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা অনেকটাই কমিয়ে দিতে পারে। শুক্রাণুর সংখ্যা শূন্যেও নামিয়ে আনতে পারে। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা এই উদ্বেগজনক তথ্য দিয়েছে। চলতি মাসে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘হিউম্যান রিপ্রডাকশান’।

১৮ নভে, ২০২০

ছু‌টি

       ছোট ভাই‌য়ের ক্য‌া‌মো‌থেরা‌পি দি‌তে হ‌বে এর জন্য ছু‌টি চাওয়া কি অ‌বৈধ ? অগ্রনী ব্যাং‌কের বি‌ধি‌তে কি ব‌লে কেউ বল‌বেন কি ? এক ব্য‌ক্তির জন্য এক‌টি কাজ কতটা ক্ষতিকর ব্যাং‌কের জন্য ? যা দশ বছ‌রে হয়‌নি তা কি এক‌দি‌নই হ‌য়ে যা‌বে ? অর্থাৎ সফ্ট ওয়ার নির্মানের লেটার টাইপ কর‌তে হ‌বে তাই ছু‌টি হ‌বে না ।

জাতিসংঘে ড. ইউনুসের ভাষন

  জাতিসংঘে ড. ইউনুসের ভাষন